Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নোয়াখালী টিটিসির কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের ০৪ (চার) মাস মেয়াদি (সেপ্টেম্বর/২৪ ~ ডিসেম্বর/২৪ সেশনের)১৭ তম ব্যাচে ভর্তি চলছে।
বিস্তারিত
ভর্তি চলছে!            ভর্তি চলছে!!             ভর্তি চলছে!!!
কোরিয়ান ভাষা শিখে যারা
         হবে ভাষা দক্ষ,
কোরিয়াতে গিয়ে বেতন 
        পাবে কয়েক লক্ষ।
সরকারিভাবে, স্বল্প খরচে, উচ্চ বেতনে, চাকরির নিশ্চয়তা এবং থাকা খাওয়া ও সাপ্তাহিক ছুটি সহ আরো  নানাবিধ সুযোগ সুবিধার নিশ্চয়তা সহ, স্বপ্নের দেশ কোরিয়াতে গিয়ে, স্বপ্ন পূরণের অপার সম্ভাবনা নিয়ে, নোয়াখালী টিটিসির কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের ০৪ (চার) মাস মেয়াদি (সেপ্টেম্বর/২৪ ~ ডিসেম্বর/২৪ সেশনের)১৭ তম ব্যাচে ভর্তি চলছে। 
মাত্র ১০০০/ টাকা কোর্স ফি দিয়ে সরকার কর্তৃক নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোরিয়ান ভাষায় উচ্চতর ডিগ্রী অর্জনকারী শিক্ষকের নিবীড় তত্ত্বাবধানে নিখুঁত, নির্ভুল ও টেকসইভাবে ভাষা শিখে ভাষা পারদর্শিতা অর্জন করে আগামী ভাষা পারদর্শী পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু প্রশিক্ষনার্থীদের জন্য এক বিশাল সুবর্ণ সুযোগ।
আগ্রহী প্রার্থীদেরকে সার্কুলারে উল্লেখিত তারিখের মধ্যে অর্থাৎ ১৫/০৭/২০২৪ ইং তারিখ থেকে ২২/০৮/২০২৪ ইং তারিখের মধ্যে টিটিসির নিচ তলায় অবস্থিত ১১১ নাম্বার ক্ক্ষ থেকে ১০০(একশ) টাকা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করে, পূরণ করে, জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবেঃ
১, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
২, এস.এস.সি/সমমান পাস সার্টিফিকেটের সত্যায়িত কপি।
৩, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
৪, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত চেয়ারম্যান সার্টিফিকেটের সত্যায়িত কপি।
৫, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী Noakhali Ttc এর ফেসবুকে অথবা নোয়াখালী টিটিসির ওয়েবসাইট ttc.noakhali.gov.bd পাওয়া যাবে।
কোর্স সংক্রান্ত যে কোন বিষয় জানতে টিটিসির অফিস শাখায় যোগাযোগ করতে পারেন।
বিশেষ দ্রষ্টব্যঃ
শুক্র, শনি এবং সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য কর্ম দিবসে সকাল ৯:০০ টা থেকে দুপুর ০১:০০ টার মধ্যে এসে আবেদন করা যাবে।
প্রকাশের তারিখ
15/07/2024
আর্কাইভ তারিখ
31/05/2025