Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চার মাস মেয়াদী কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি
বিস্তারিত
ভর্তি চলিতেছে!  ভর্তি চলিতেছে!!
কোরিয়ান ভাষা শিখে যারা
         হবে ভাষা দক্ষ,
কোরিয়াতে গিয়ে বেতন 
        পাবে কয়েক লক্ষ।
সরকারিভাবে, স্বল্প খরচে ভাষা শিখে, উচ্চ বেতনে, চাকরির নিশ্চয়তা এবং থাকা খাওয়া ও সাপ্তাহিক ছুটি সহ আরো  নানাবিধ সুযোগ সুবিধার নিশ্চয়তা সহ, স্বপ্নের দেশ কোরিয়াতে গিয়ে, স্বপ্ন পূরণের অপার সম্ভাবনা নিয়ে, নোয়াখালী টিটিসির কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের ০৪ (চার) মাস মেয়াদি ( জানুয়ারী ~ এপ্রিল ) সেশনের ১৮ তম ব্যাচে ভর্তি চলছে। 
মাত্র ১০০০/ টাকা কোর্স ফি দিয়ে সরকার কর্তৃক নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোরিয়ান ভাষায় উচ্চতর ডিগ্রী এবং Teachers Training Program (😭.P) কোর্স সম্পন্নকারী দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের নিবীড় তত্ত্বাবধানে নিখুঁত, নির্ভুল ও টেকসইভাবে ভাষা শিখে ভাষা পারদর্শিতা অর্জন করে কোরিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ।
আগ্রহী প্রার্থীদেরকে নোয়াখালী টিটিসি এর ওয়েব সাইট ( ttc.noakhali.gov.bd ) থেকে ভর্তি ফরম ডাউনলোড পূর্বক প্রিন্ট করে সহস্তে পূরণ করে ভর্তির জন্য চাহিত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংযুক্ত করে ১৯/১১/২৪ ইং তারিখ থেকে ২৪/১২/২৪ ইং তারিখের মধ্যে দোতালায় ২০৪ নম্বর রুমের শ্রেণী শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবেঃ
১, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
২, এস.এস.সি/সমমান পাস সার্টিফিকেটের ফটোকপি।
৩, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্ট এর মধ্যে যেকোনো একটির  ফটোকপি।
৪, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত চেয়ারম্যান সার্টিফিকেটের  ফটোকপি।
৫, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী Noakhali Ttc এর ফেসবুকে অথবা নোয়াখালী টিটিসির ওয়েবসাইটে ( ttc.noakhali.gov.bd ) পাওয়া যাবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
শুক্র, শনি এবং সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য কর্ম দিবসে সকাল ৯:০০ টা থেকে দুপুর ২:০০ টার মধ্যে এসে আবেদন করা যাবে।
যোগাযোগঃ
মহিউদ্দিন সজীব।
কোরিয়ান ভাষা প্রশিক্ষক।
নোয়াখালী টিটিসি 
(নোয়াখালী যুব উন্নয়ন এবং পাসপোর্ট অফিস সংলগ্ন)
গাবুয়া, বেগমগঞ্জ, নোয়াখালী।
মোবাইলঃ 01710-580-916
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/11/2024
আর্কাইভ তারিখ
05/01/2025